মুকসুদপুর পৌরসভার উপ-নির্বাচনের ভোট গ্রহন শুরু
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০, ১৪:২৫
গোপালগঞ্জ থেকে:
গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়। শীত আর কুয়াশা পড়ায় ভোট কেন্দ্রগুলো ভোটার সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পায়। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।
একটি কেন্দ্রে ২ হজার ১৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোট ১ হাজার ৬৯ জন ও মহিলা ভোটার ১ হাজার ১০৭ জন।
এ উপ-নির্বাচনে বাবুল মোল্যা উট পাখি প্রতীক নিয়ে ও মশিউর রহমান মিন্টু পাঞ্জাবি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহন চলবে বিকাল ৪টা পযর্ন্ত।
এদিকে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট অমিত দে, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের রহমান রাশেদ, উপজেলা চেয়ারম্যান মো: কাবির মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমত হোসেন, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন।
সরকারী এসজে উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো: মনিরুজ্জামান বলেন, ভোটার উপস্থিতি সন্তোষজনক। প্রথম ঘন্টায় ১৪ ভাগ ভোট পড়েছে। আশা করছি সারা দিনে ৮০ ভাগ ভোট পড়বে।
রিটানিং কর্মকর্তা ফায়জুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন চলছে। ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কেন্দ্র আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই কাউন্সিলর আলী আহম্মদ খোকা মোল্যার মৃত্যুতে এ ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য হয়। এরপর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ১৫ নভেম্বর, মনোনয়ন পত্র বাছাই ১৭ নভেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের তারিখ ২৩ নভেম্বর ধরা হয়েছিল।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।