বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় গোপালগঞ্জে প্রতিবাদ সমাবেশ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ১৬:২৯

গোপালগঞ্জ থেকে:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে ও দুষ্কৃতিকারীদের বিচারের দাবীতে প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সরকারী কর্মকর্তা-কর্মচারী ফোরামসহ বিভিন্ন সংগঠন।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

নিউজফ্ল্যাশ৭১

জেলা প্রশাসক শাহিদা সুলতানা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: মহব্বত আলী, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায়, বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি মাহে আলমসহ সরকারী ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

এ ছাড়া জেলার টুঙ্গিপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর ও কোটারীপাড়া উপজেলায়ও একই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় সহস্রাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

নিউজফ্ল্যাশ৭১

অপরদিকে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বেলা সাড়ে ১১ টায় গোপালগঞ্জ চেম্বার অব কমার্স-এর উদ্যোগে স্থানীয় প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে জেলা সদরের বিভিন্ন ব্যবসায়ীক সংগঠন যোগ দেয়।

মানববন্ধন চলাকালে জেলা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী জিন্নাত আলী, সহ সভাপতি শেখ মোশারফ হোসেন, শেখ মাসুদুর রহমান, পুরাতন বাজার সমিতির সিনিয়র সহ সভাপতি হানিফ সিকদার, ভোগ্যপণ্য সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া কয়েস বক্তব্য রাখেন।

নিউজফ্ল্যাশ৭১

এছাড়া, একই দাবীতে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন গোপালগঞ্জ শাখা উদ্যোগে পুরাতন হাসপাতাল চত্ত্বর থেকে একটি একটি বিক্ষোভ মিছিল বের করে সহকারী স্বাস্থ্য কর্মীরা। মিছিলটি জেলা শহরের মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে গিয়ে শেষ হয।

নিউজফ্ল্যাশ৭১

এসকল কর্মসূচীতে বক্তরা বলেন, বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু কিছুর মৌলবাদ, ভণ্ড পীরের অপব্যখ্যায় স্বাধীন বাংলাদেশের স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড কোন ভাবেই মেনে নেয়া যায় না। এসব ভণ্ড পীর, আলেমদের অপব্যখ্যায় বিভ্রান্ত না হওয়ার আহবান জানান।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top