ঢাকার বায়ুদূষণ পাল্লা দিয়ে বাড়ছে
Nasir Uddin | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৬:২৬
বিশ্বে দিন দিন বেড়েই চলছে বায়ুদূষণের মাত্রা। অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মেগাসিটি ঢাকার বায়ুদূষণও। শুক্রবার (১৩ ডিসেম্বর) ছুটির দিন সাতসকালে শহরটির বাতাস গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরির পর্যায়ে রয়েছে। আজ বিশ্বের ১২৬টি দেশের বিভিন্ন শহরের মধ্যে সর্বোচ্চ দূষণ ঢাকায়। এর আগে, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ভারতের দিল্লি।
গত নভেম্বরে রাজধানীতে বায়ুদূষণ ছিল গত আট বছরের মধ্যে সর্বোচ্চ। বায়ুর এ মান পর্যবেক্ষণ করে স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)। প্রতিষ্ঠানটি বলছে, আট বছর (২০১৬-২০২৩) নভেম্বর মাসে ঢাকার বায়ুমান সূচক ছিল ১৭৬ দশমিক ৬৬। এ বছরের নভেম্বরে এ মান ১৯৫।
গবেষণা অনুযায়ী, গেল নভেম্বরে ঢাকার মানুষ এক দিনও ভালো বা নির্মল বায়ুতে নিশ্বাস নিতে পারেনি। নভেম্বরে এক দিন বায়ুমান ছিল ‘মধ্যম’ প্রকৃতির। চার দিন বায়ুমান ছিল ‘সতর্কতামূলক’। ১২ দিনের বায়ুমান ছিল ‘অস্বাস্থ্যকর’ আর ১৩ দিনের বায়ুমান ছিল ‘খুব অস্বাস্থ্যকর’।
শুষ্ক মৌসুম এলেই বায়ু দূষণ বেড়ে যায়। এর প্রধান কারণ এ সময়ে বৃষ্টিপাত কম হওয়ায়। কিন্তু এবারের দূষন অস্বাভাবিক। রাজধানী ঢাকা প্রায় বিশে^ দূষণ নগরীর শীর্ষে।
যানবাহন ও কলকারখানার কালো ধোঁয়া, সড়কে খোড়াখুড়ি ও উন্নয়ন সংস্থাগুলো (ওয়াসা, বিদ্যুত, গ্যাস) এবং সিটি কর্পোরেশনের নানা কর্মকা- রাজধানীর বাতাসকে দূষিত করছে।
ফলে আজ ছুটির দিন হলেও বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। দিল্লি রয়েছে দ্বিতীয় নম্বরে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টা ৫৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
বিশ্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার দূষণ স্কোর ২৫২ অর্থাৎ এই শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। যা যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।
অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লি শহরের দূষণ স্কোর ২০৮ অর্থাৎ সেখানকার বাতাসও খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। স্কোর ১৯৯ ও ১৭৬ তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ও ভারতের কলকাতা।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। আর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।