ঢাকার বাতাস আজও ‘খুবই অস্বাস্থ্যকর’

Nasir Uddin | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:২৪

ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাসে দূষণ খানিকটা কমেছে। তবে দূষণের মাত্রা খুব বেশি কমেনি। শীতের কুয়াশার সঙ্গে ঢাকার বাতাসে আজ যে দূষণ রয়েছে, তা সুস্থ মানুষদের জন্য খুব ক্ষতিকর। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯ টা ৪০ মিনিটে একিউআই এই শহরের স্কোর ১৯৪ নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। একিউআই সূচক অনুযায়ী, আজকের বাতাসকে 'অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর দুর্যোগপূর্ণ অবস্থা নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

অন্যদিকে, সূচক অনুযায়ী দূষণের তালিকায় শীর্ষে অবস্থান করা দিল্লির স্কোর ৪৭৫। অর্থাৎ আজ দিল্লির বায়ু দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে। তারপর ৪৩৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার সারায়েভো। ফলে এই শহরের বায়ুও দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে। আর পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর ‘লাহোর’ একিউআই স্কোর নিয়ে ৪৩৩ তালিকার তৃতীয় স্থান দখল করেছে। অর্থাৎ শহরটির বায়ুও দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। আর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top