ইসরায়েল-ইরান সংঘাতে নতুন মাত্রা
মধ্যপ্রাচ্যে নতুন আগুন: খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ১৬:০১

মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে! ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। আর শুধু হুমকি নয়, ইরানে নতুন করে হামলারও ঘোষণা এসেছে ইসরায়েলের পক্ষ থেকে।
রোববার, দক্ষিণ ইসরাইলের রামন বিমানঘাঁটিতে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে কাটজ বলেন—স্বৈরাচারী খামেনিকে এখান থেকেই আমি বার্তা দিচ্ছি—যদি ইসরাইলকে হুমকি দেওয়া চালিয়ে যান, তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও পৌঁছাবে তেহরানে—আর এবার, আপনি নিজেই লক্ষ্যবস্তু হবেন।
এই বক্তব্য প্রকাশ করে ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ। আর এই খবরটি প্রথম প্রকাশ করে তুরস্কের আনাদোলু সংস্থা। এর আগে, ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরাইল। জবাবে, তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি স্থাপনায় বোমা বর্ষণ করে—তেল আবিবের পক্ষে অবস্থান নিয়ে।
তবে, ইসরায়েল কাটজের এই সাম্প্রতিক হুমকির পর ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো আসেনি। তবে বিশ্লেষকরা বলছেন—এই বক্তব্যে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের ঝুঁকি আবারও বেড়ে গেল।
মৌখিক যুদ্ধ এবার সরাসরি নেতৃবর্গের প্রাণনাশের হুমকিতে পরিণত হচ্ছে— এবং তাতে জড়িত বিশ্বের অন্যতম দুই সামরিক শক্তিধর দেশ! এই সংঘাত থামবে, নাকি বড় বিস্ফোরণের পথে এগোচ্ছে বিশ্ব?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।