সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

ও ইসলাম! গাজার শিশুদের জন্য কাঁদা এক হাজির অপরাধ কী ছিল?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ১৪:০২

ছবি: সংগৃহীত

মক্কার কাবা শরিফের পাশে ফিলিস্তিনের পতাকা তুলে, গাজার শিশুদের জন্য কাঁদছিলেন এক মিশরীয় হাজি। বলছিলেন—ও ইসলামা! গাজার শিশুরা মরছে, হে মুসলমানরা!

এই মানবিক আর্তির কিছুক্ষণ পরই সৌদি নিরাপত্তা বাহিনী তাকে গ্রেফতার করে। বিশ্বের অন্যতম পবিত্র স্থানেই যেন আজ মানবতা হয়ে গেল ‘অপরাধ’।

রবিবার, মিডল ইস্ট আই জানায়—এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। সমালোচকদের দাবি—এই ‘রাজনৈতিক নিরপেক্ষতার নীতি’ আসলে সৌদি সরকারের ভিন্নমত দমন নীতির অংশ। এর আগেও গ্রেফতার হয়েছিলেন এক ব্রিটিশ হাজি—কারণ ছিল শুধু ফিলিস্তিনি পতাকার রঙের তসবিহ আর কেফিয়ে।

মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ—২০১৭ সালে মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে মতপ্রকাশের স্বাধীনতা আরও সংকুচিত হয়েছে। বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে সৌদির অবস্থান নিয়ে কেউ কথা বললেই হতে হচ্ছে গ্রেফতার।

গাজার শিশুরা যখন অনাহারে কাঁদে, তখন কাবার পাশের এই কান্নাও যেন এখন অপরাধ। প্রশ্ন একটাই—এই কান্না কি কেউ শুনছে?

 

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top