ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’
Nasir Uddin | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৫
বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছে এবং ঢাকার বাতাসও দীর্ঘদিন ধরেই এই সমস্যার সম্মুখীন। সম্প্রতি, ঢাকার অবস্থান বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকে রয়েছে।
আজ রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর ছিল ২৪৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। ঢাকা তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে।
আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর (৪৩৩ স্কোর), দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো (১৮১ স্কোর), চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি (১৯৫ স্কোর) এবং পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু (১৮৬ স্কোর)।
একিউআই স্কোরের ভিত্তিতে, ০ থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর বায়ু, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’, এবং ৩০১ থেকে ৪০০ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। ঢাকার বাতাস অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে, যা বিশেষ করে শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।