বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা
Nasir Uddin | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৫, ১১:২৪
বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। আজ সোমবার (১৩ জানুয়ারি) বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা শহর। এদিন সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।
এদিকে, বায়ুদূষণে শীর্ষে থাকা শহরগুলোর তালিকায় ২১৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভিয়েতনামের হো চি মিন সিটি। এই শহরের বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’। ১৯৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের দিল্লি ও ১৯২ নিয়ে চতুর্থ অবস্থানে আছে ভিয়েতনামের হ্যানয়।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর বিবেচনা করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ।
বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।