বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা
Nasir Uddin | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:৫৩
রাজধানীর বায়ুদূষণ দিন দিন বাড়ছেই। ব্যতিক্রম ঘটেনি আজও। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় সবার শীর্ষে উঠে এসেছে ঢাকা। সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।
সবশেষ আপডেট অনুযায়ী, এখানকার দূষণ স্কোর রেকর্ড হয়েছে ২৪৩। অর্থাৎ, ‘খুবই অস্বাস্থ্যকর’ আজ দেশের রাজধানীর বাতাস। এর আগে, গতকাল রোববারও (২ ফেব্রুয়ারি) বেলা ১২টা পর্যন্ত বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে ছিল ঢাকার নাম। এদিন সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকার বায়ুমান ছিল ৩৯৫; যা খুবই ঝুঁকিপূর্ণ জনস্বাস্থ্যের জন্য।
দূষিত শহরের তালিকায় ঢাকার পরেই অবস্থান করছে মিয়ানমারের ইয়াঙ্গুন। ২২৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে শহরটি। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এ শহরটির বাতাসও অস্বাস্থ্যকর। তালিকার শীর্ষ পাঁচে আছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানের শহর লাহোর। ১৮২ স্কোর নিয়ে বিশ্বব্যাপী দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে শহরটি।
এছাড়া, ১৭৭ ও ১৭৪ আইকিউএয়ার স্কোর নিয়ে তালিকার যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে আছে ভারতের দিল্লি ও কলকাতা।
সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
একিউআই মান অনুযায়ী, একিউআই স্কোর ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে 'মাঝারি' বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে 'খুব অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে 'বিপজ্জনক' হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
বিষয়: বায়ু দূষণ বায়ুদূষণ বায়ুদূষণে শীর্ষে বায়ুদূষণ কমাতে বায়ুমান বায়ুর মান বায়ু অস্বাস্থ্যকর আইকিউএয়ার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।