ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’
Nasir Uddin | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৫
                                        প্রতিদিনই কোনও না কোনও কারণে বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর সেই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকাও রয়েছে তালিকার শীর্ষে। সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবারও (১৪ ফেব্রুয়ারি) ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বায়ুমান সূচক (একিউআই) ১৫২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় নবম স্থানে রয়েছে।
তালিকার শীর্ষ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২১০। বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে।
বিশ্বের শহরগুলোর তালিকায় এদিন শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৩৭ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে যথাক্রমে মিয়ানমারের ইয়াঙ্গুন, নেপালের কাঠমান্ডু, ভিয়েতনামের হ্যানয়। এসব শহরে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।