দৌলতদিয়া-পাটুরিয়া পারের অপেক্ষায় ৫ শতাধিক ট্রাক

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০, ১৫:০৭

রাজবাড়ী থেকে:

নাব্য সঙ্কট এবং ঘাট সঙ্কটে রাজবাড়ীর দৌলতদিয়ায় প্রায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে দৌলতদিয়া-ফরিদপুর মহাসড়কে শতাধিক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড়ে প্রায় চার শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে।

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আটকে থাকা চালকরা জানান, দিনের পর দিন রাস্তায় আটকে থেকে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। খরচ বেড়ে যাচ্ছে। সময় মতো মালামাল ডেলিভারি দিতে পারছেন না। এছাড়া যেখানে আটকে আছেন সেখানে নেই গোসল, খাবার ও টয়লেট।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মাহাবুব হোসেন জানান, ৫ নম্বর ঘাটের মেরামত এবং শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটের যানবাহনের চাপে সিরিয়াল তৈরি হয়েছে। তবে কোনো যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ি সিরিয়ালে নেই। বর্তমানে ১৮টি ফেরি চলাচল করছে।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top