গোপালগঞ্জে জাতীয়করণের দাবিতে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০, ১৮:২৪
গোপালগঞ্জ থেকে :
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ঘোষণার দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার(২১ অক্টোবর) ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা দাবী সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন এবং শ্লোগান দেন।
কর্মসূচি চলাকালে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি, গোপালগঞ্জ শাখার সভাপতি মো: আহসান হাবিব হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলামি, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মোল্লা, মোঃ আরশ আলী, জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ২০১৮ সালে ১ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষক পর্যন্ত শিক্ষক সমিতি অবস্থান ধর্মঘট ও অনশন চলাকালিন সময় সরকারি নির্দেশে সচিব আন্দোলন স্থলে এসে শিক্ষকদের দাবী মেনে নেওয়ার আশ্বাস দেন। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। ১৫১৯ টি ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক ২৫০০ টাকা ও সহকারী শিক্ষকরা ২৩০০ টাকা ভাতা পান। যা এ দ্রব্য মূল্যের বাজারে শিক্ষকদের কাছে এটা অমানবিক ও অবমাননা ছাড়া কিছুই না।
এনএফ৭১/জেএস/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।