মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

সুপারস্টোরে বিকাশ পেমেন্টে ১ টাকায় মিলছে পেট্রোলিয়াম

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ০৬:২৫

সুপারস্টোরে বিকাশ পেমেন্টে ১ টাকায় মিলছে পেট্রোলিয়াম

এই শীতে গ্রাহকদের জন্য দেশের জনপ্রিয় সুপারস্টোরগুলোতে সুনির্দিষ্ট কয়েকটি পণ্যে ১ টাকার অফার নিয়ে এলো বিকাশ।

মীনা বাজার, স্বপ্ন, আগোরা, ল্যাভেন্ডার, প্রিন্স বাজার, ডেইলি শপিং, বাজার সারাবেলা, ঢালী সুপারশপ, মেহেদি মার্ট, হোলসেল ক্লাব, আমানা বিগ বাজার, এনডিআর সুপারস্টোর ও মার্ট প্রমোটারস এর ৩৪৬টি আউটলেটে ৩১ ডিসেম্বর পর্যন্ত মিলছে এই অফার। একটি পণ্যে একবারই এই অফারটি নিতে পারবেন গ্রাহকরা।

এসব আউটলেট থেকে মেরিল পেট্রোলিয়াম জেলি (১৫ মিলি), ভ্যাসলিন মিনি, ড্যান কেক লেয়ার কেক (২৫ গ্রাম), ফ্রুটিকা ম্যাংগো ফ্রুট ড্রিংক (২৫০ মিলি), ২৫০ মিলির কোকা-কোলা, সেভেন আপ, স্প্রাইট, ফ্যান্টা, লেক্সাস বিস্কুট, ৩৭ গ্রামের লেইস পাসতাজ ও থ্রিডি ম্যাক্সিকান টমাটিনা কিনে বিকাশে ২১ টাকা পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন গ্রাহকরা।

বিকাশ অ্যাপ থেকে কিউআর কোড স্ক্যান করে অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে এই অফার নিতে পারবেন গ্রাহকরা।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: বিকাশ


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top