দুমাসের মধ্যে রেজিস্ট্রেশন নিতে হবে ই-কমার্স প্রতিষ্ঠানকে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১, ০৩:৩১

দুমাসের মধ্যে রেজিস্ট্রেশন নিতে হবে ই-কমার্স প্রতিষ্ঠানকে

আগামী দুমাসের মধ্যে সব ই-কমার্স প্রতিষ্ঠানকে নিতে হবে রেজিস্ট্রেশন। জামানত জমা দিতে হবে বাংলাদেশ ব্যাংকে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, রেজিস্ট্রেশন করার সময় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে। যদি কোনও প্রতিষ্ঠান গ্রাহকের সঙ্গে প্রতারণা করে তাহলে সেই টাকা থেকে গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top