প্রণোদনার ঋণ পরিশোধে ছাড় চায় বিজিএমইএ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২১, ২৩:২৬
মহামারির করোনার ধাক্কা থেকে শিল্প রক্ষায় সরকার পোশাক কারখানা মালিকদের স্বল্প সুদের যে ঋণ দিয়েছিল, তা পরিশোধে ছাড় চেয়ে একটি খোলা চিঠি লিখেছেন পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হক।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সংবাদমাধ্যম কর্মীদের কাছে ওই চিঠি বিতরণ করা হয়।
করোনা ছড়িয়ে পড়ার পর রপ্তানিতে ধস নামায় পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের ৬ মাসের বেতন-ভাতা পরিশোধের জন্য স্বল্প সুদে প্রায় ১০ হাজার কোটি টাকার ঋণ দেয় সরকার। চলতি জানুয়ারি মাস থেকে ওই ঋণ পরিশোধে ২৪ মাসের কিস্তি শুরু হওয়ার কথা।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক চিঠিতে জানুয়ারির ৩য় সপ্তাহ থেকে ঋণ পরিশোধ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
মহামারীর ২য় ঢেউয়ের প্রভাবে রপ্তানি বাজার আবারও সংকুচিত হয়ে পড়ায় চিঠিতে প্রণোদনা প্যাকেজকে আরও ৬ মাস সুদমুক্ত রাখার দাবি জানিয়েছেন বিজিএমইএর সভাপতি রুবানা হক।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।