ঈদ আনন্দে শেষ মুহূর্তের পসরা, পোশাকের বাজার চাঙ্গা
রায়হান রাজীব | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৪, ১১:৩৪
পবিত্র ঈদুল ফিতরের আর খুব বেশি দেরি নেই। রাজধানীর বড় বড় বিপণি-বিতান ও নামি-দামি ব্র্যান্ডের শোরুমেও শুরু হয়েছে ঈদের কেনাকাটা।
বেচাকেনায় পিছিয়ে নেই ফুটপাতের ভাসমান দোকানিরাও। রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, মধ্যরাতেও চলছে সমান তালে বেচাকেনা। সব বয়সী মানুষজনই দোকানে-দোকানে ঘুরে পছন্দের জামাকাপড় কেনার চেষ্টা করছেন। ক্রেতার এমন উপস্থিতিতে খুশি বিক্রেতারাও। তারা বলছেন, অনেক বছর পর এমন ক্রেতার সমাগম ঘটেছে।
‘দেইখ্যা লন, বাইছা লন’- হাঁকডাকে মুখর হয়ে উঠেছে দোকানগুলো। চাঁদরাত পর্যন্ত এমন আমেজ থাকাবে বলে প্রত্যাশা করছেন বিক্রেতারা।
উৎসবকেন্দ্রিক অর্থনীতির মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য হয়ে থাকে ঈদুল ফিতরে। এবার ঈদ কেন্দ্র করে এক লাখ ৭০ হাজার কোটি টাকার বাণিজ্য হবে বলে ধারণা করছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এর মধ্যে পোশাক উপহার বাবদ ৩৪ হাজার কোটি টাকার বাণিজ্য হবে বলে আশা করা হচ্ছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।