লালন সাঁইয়ের ১৩১তম মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১, ২৩:৫৯

লালন সাঁইয়ের ১৩১তম মৃত্যুবার্ষিকী আজ

উপমহাদেশের সবচেয়ে প্রভাবশালী আধ্যাত্মিক মরমি সাধক, বাউল সম্রাট ফকির লালনের ১৩১তম মৃত্যুবার্ষিকী আজ। করোনার কারণে এবারও লালন স্মরণোৎসব হচ্ছে না।

ফকির লালন শাহ শতাব্দীর পর শতাব্দী জুড়ে এক ঐন্দ্রজালিক মোহময়তা বিস্তার করে চলেছেন। দিনদিন তার সে ঐন্দ্রজালিক বলয়ের বিস্তৃতি ঘটছে। অগণিত মানুষ তার বিশাল সৃষ্টি জগতে প্রবেশ করে সন্ধান করছেন যেন লালনেরই। প্রতি বছর এ সময় কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় কালিন্দী নদীর ধারে লালন ভক্ত-সাধকদের মিলনমেলা বসে। হয় তিন দিন ধরে অনুষ্ঠান। এবছর করোনাকালের জন্য সেই অনুষ্ঠান হচ্ছে না। তার পরেও ভক্ত অনুসারীরা অনেকেই লালন সাঁইকে ভক্তি জানাতে তার মাজারে উপস্থিত হয়েছেন।

১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক আধ্যাত্মিক এই সাধকের মৃত্যুর পর ১৩১ বছর ধরে প্রথমে ছেউড়িয়ার আখড়া কমিটি ও পরে লালন একাডেমির উদ্যোগে লালন স্মরনোৎসব পালিত হয়ে আসছে।

এনএফ৭১/এমএ/২০২১

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top