সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ইলন মাস্কের সাথে ডেটে গেলে জিয়ার গলা কেটে রাখার হুমকি অ্যাম্বার হার্ডের

মামুনুর রহমান | প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২২, ০৬:৩৫

 'জিয়াকে নিয়ে ডেটে গেলে গলা কেটে রেখে দেবেন',হুমকি অ্যাম্বার হার্ডের

ইলন মাস্কের বর্তমান প্রেমিকা জিয়াকে ডেটে গেলে গলা কেটে রেখে দেবেন বলে রীতিমতো হুমকি দিয়ে বসেছেন জনি ডেপের প্রাক্তন প্রেমিকা অ্যাম্বার হার্ড!!জনির সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অ্যাম্বার যে টেসলার সিইও ইলন মাস্কের সঙ্গে সম্পর্কে ছিলেন তা সবার জানা।

অনেকেরই ধারণা, মাস্কের প্রেমে পড়েই ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ন’ তারকার সঙ্গে প্রতারণা করেছেন অ্যাম্বার হার্ড। আইনি লড়াইয়ের সময়ও নাকি মাস্ক অ্যাম্বার হার্ডকে আর্থিকভাবে সহায়তা করেছেন। তাহলে কি মাস্কের উপর ভরসা করে আছেন অ্যাম্বার হার্ড?

মানহানির মামলায় প্রাক্তন স্বামী জনি ডেপের কাছে হেরেছেন অ্যাম্বার হার্ড। উল্টে ক্ষতিপূরণ হিসেবে দিতে হচ্ছে ১৩৪ কোটি টাকা। সেই টাকা কীভাবে দেবেন ‘অ্যাকোয়াম্যান’ এর অভিনেত্রী? মামলা রায়ের পর থেকেই এই নিয়েই চলছে এসব জল্পনা-কল্পনা।

এত কিছুর পর অ্যাম্বার এখন মাস্কেরই শরণাপন্ন হবেন বলে মনে করছিলেন অনেকে। শোনা যায়, অ্যাম্বারের কন্যা ওনাঘের বাবা ইলন মাস্ক, কারন সারোগেসির মাধ্যমে তার জন্মের সময়ে ইলনই শুক্রাণু দান করেছিলেন।

সম্প্রতি মাস্কের প্রেমিকা জিয়াকে ডেটে গেলে গলা কেটে রেখে দেবেন বলে হুমকি দিয়েছেন অ্যাম্বার। নিজেই এক সাংবাদিক বৈঠকে সে কথা ফাঁস করেন। এখনো যে মাস্ককে নিয়ন্ত্রণ করে চলেছেন তার প্রাক্তন প্রেমিকা অ্যাম্বার, সেই ইঙ্গিতই দিলেন তার কথাতে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top