সংগীতশিল্পী আকবরের মৃত্যুতে মিডিয়াতে শোকের ছায়া

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ০১:১২

সংগীতশিল্পী আকবরের মৃত্যুতে মিডিয়াতে শোকের ছায়া

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে দেশ জুড়ে তুমুল পরিচিতি পেয়েছিলেন সংগীতশিল্পী আকবর। আকবরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনে। সংগীতের পাশাপাশি নাটক-সিনেমার তারকারাও শোক জানাচ্ছেন এই গায়কের জন্য

কিশোর কুমারের গাওয়া ‘একদিন পাখি উড়ে যাবে’ দিয়ে ইত্যাদিতে পরিচিত পেলেও প্রথম মৌলিক গান ‘তোমার হাত পাখার বাতাসে’র মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান আকবর।

রবিবার (১৩) দুপুরে না ফেরার দেশে চলে গেছেন তিনি। ইত্যাদির মাধ্যমে উঠে এসেছিলেন আকবর। সে কারনে আকবরের জন্য হানিফ সংকেতের কষ্টটা একটু বেশিই। এদিন সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আকবরের জন্য শোক জানিয়েছেন হানিফ সংকেত।

তিনি লিখেছেন, “আজ দুপুরে আকবরের স্ত্রী হঠাৎ ফোন করে অঝোরে কাঁদছিলো, বললো- ‘আমাকে ফাঁকি দিয়ে চলে গ্যাছে’। ফোনটা যখন পাই তখন আমি রংপুরে পরবর্তী ইত্যাদির জন্য একটি প্রতিবেদন ধারণ করছিলাম। ফোন পেয়েই বুঝেছিলাম আকবর আর নেই।

হানিফ সংকেত বলেন, ‘আকবরের সংগীত জীবনের উত্তরণের পথটা সহজ ছিলো না। ২০০৩ সালে যাত্রার পর থেকে অনেকটা একাই ওকে নিয়ে যুদ্ধ করেছি। আকবর খুব বেশি গান করেনি। তবে যে কটা করেছে তা সব প্রজন্মের শ্রোতাদের আবেগ-অনুভূতি ছুঁয়ে গ্যাছে-যা তাকে বাঁচিয়ে রাখবে অনেক দিন। আকবরের এই অকাল মৃত্যুতে আমি শোকাহত। আকবরের আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

আকবরের মৃত্যুতে শোক জানিয়েছেন নায়িকা পূর্ণিমা। তিনি লিখেছেন, ‘আকবর মারা গেছেন, এটা আমার জন্য অবশ্যই খারাপ লাগার বিষয়। দীর্ঘদিন উনি অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্যও নানান বেগ পেতে হয়েছে। আমি উনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top