কনার গানে নাচলেন নোরা ফাতেহি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৫২
সম্প্রতি মুক্তি পেয়েছে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার নতুন গান ‘মেহেন্দি’, যা এখন টলিউডের জনপ্রিয়তা ছাড়িয়ে পৌঁছে গেছে বলিউডেও। গানে এবার নাচ করেছেন বলিউডের হার্টথ্রব নোরা ফাতেহি, যার ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেছে।
গানের সুর ও সংগীত দিয়েছেন সানজয়, কণার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশ। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন সানজয়, যেখানে দেখা যায় নোরা ফাতেহি ‘মেহেন্দি’ গানের তালে ফুরফুরে মেজাজে নাচছেন। ভিডিওর ক্যাপশনে সানজয় লিখেছেন, “ওর হাতে মেহেন্দি।”
ভিডিওটি প্রকাশ্যে আসার পর নেটিজেনরা মুগ্ধতা প্রকাশ করেছেন। কমেন্ট বক্সে নোরা নিজেও ভালোবাসা জানিয়েছেন ইমোজির মাধ্যমে। একজন নেটিজেন লিখেছেন, “বাংলা গানে নোরা! অবিশ্বাস্য সুন্দর একটি মুহূর্ত।” আরেকজন মন্তব্য করেছেন, “আমাদের বাংলা গান এভাবে বিশ্ব দরবারে পৌঁছে যাচ্ছে দেখে খুব ভালো লাগছে।”
কিছুদিন আগেই মুক্তি পাওয়া কণার গানটি টিকটক এবং রিলসে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। নোরা ফাতেহির নাচ সেই জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।