নেহা কক্করের নতুন গান ‘ক্যান্ডি শপ’ ঘিরে বিতর্ক
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৫১
বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর আবারও সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে নেহা ও তার ভাই টনি কক্করের নতুন গান ‘ক্যান্ডি শপ’, যা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই বিতর্ক সৃষ্টি করেছে।
নেটিজেনদের একাংশের অভিযোগ, গানের নাচ ও অঙ্গভঙ্গি ‘অশ্লীল’ এবং পশ্চিমা বা কোরিয়ান সংস্কৃতির অন্ধ অনুকরণে দেশীয় সংস্কৃতিকে অপমান করেছে। অনেকেই দাবি করেছেন, নেহা কিশোরী বা তরুণী হিসেবে নিজেকে উপস্থাপন করতে প্লাস্টিক সার্জারি বা অন্যান্য পরিবর্তনের পথে গেছেন।
একজন দর্শক মন্তব্য করেছেন, “একজন বিবাহিত নারীর কাছ থেকে এমন কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি আশা করা যায় না। এগুলো বন্ধ হওয়া উচিত।” অন্যদিকে, সমালোচকেরা বলছেন গানটিতে নির্দিষ্ট কোনো ভারতীয় মাধুর্য বা কোরিয়ান শৈলী নেই, বরং শুধুমাত্র সস্তা জনপ্রিয়তার জন্য অদ্ভুত নাচের স্টেপ দেখানো হয়েছে।
নেহা কক্করের সঙ্গে গানে অংশ নেওয়া টনি কক্করও সমালোচনার নিশানায় আছেন। নেটিজেনদের মতে, এই ভাই-বোন জুটি সংগীতের মানের চেয়ে শরীরি প্রদর্শনকেই প্রাধান্য দিয়েছেন।
এর ফলে গানের মুক্তির পর থেকেই ফেসবুক ও ইনস্টাগ্রামে নেগেটিভ মন্তব্যের জোয়ার বইছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।