'চোখ আঁটকে যাচ্ছে? তাহলে স্ক্রল করুন'
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১৬:২৯

ঢালিউডের জনপ্রিয় ও দাপুটে অভিনেত্রী নুসরাত ফারিয়া আবারও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে। শনিবার সকালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সমুদ্রপাড়ে তোলা কিছু সাহসী ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন এই গ্ল্যামারকন্যা।
ছবিগুলোতে দেখা যায়, কালো রঙের বিকিনি ও স্কার্ট-স্টাইল আউটফিটে ক্যামেরাবন্দি হয়েছেন ফারিয়া। খোলা চুল, হালকা সাজ ও ন্যূনতম গয়নায় তিনি ছিলেন অনন্য। সমুদ্রের পানিতে দাঁড়িয়ে তোলা ছবিগুলোতে ফুটে উঠেছে তার আত্মবিশ্বাস ও সাহসী উপস্থিতি।
ছবির ক্যাপশনে ফারিয়া লেখেন— “তোমার চোখে বেশি লাগছে? তাহলে স্ক্রল করো, প্রিয়।” অর্থাৎ, যারা তার এই সাহসী রূপে অস্বস্তি বোধ করছেন, তাদের উদ্দেশ্যেই তিনি দিয়েছেন সরাসরি বার্তা— চাইলে এড়িয়ে যেতে পারেন।
ছবিগুলো প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে। নেটিজেনদের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একপাশে যেমন প্রশংসা এসেছে ফারিয়ার ফিটনেস, স্টাইল ও আত্মবিশ্বাস নিয়ে, অন্যদিকে কেউ কেউ তার সাহসী ফ্যাশনচয়েস নিয়ে করেছেন সমালোচনাও।
তবে এসব বিতর্কের মধ্যেও স্পষ্ট, নিজেকে প্রকাশে নুসরাত ফারিয়া কোনো রাখঢাক করতে রাজি নন। বারবারই তিনি প্রমাণ করছেন— নিজস্ব স্টাইল ও ব্যক্তিত্ব দিয়েই তিনি তৈরি করতে চান আলাদা জায়গা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।