মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

টাকার মোহ নয়, নীতির পথেই দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১১:৩৬

সংগৃহীত

বলিউডে অসংখ্য তারকার ভিড়ে দীপিকা পাড়ুকোনকে সবসময়ই একটু আলাদা ভাবেই দেখা যায়। সাম্প্রতিক সময়ে তাঁর একের পর এক সিদ্ধান্ত যেন আরও স্পষ্ট করে দিচ্ছে—তিনি শুধু অভিনয়েই নয়, নিজের পথ চলাতেও আলাদা ধ্যানধারণা অনুসরণ করেন। ব্যক্তিগত জীবন থেকে কর্মজীবনের চাপ—সবকিছুর মাঝেই স্থিরতা, আত্মবিশ্বাস ও দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন এই বলিউড তারকা। এবার তাঁর সেই নেপথ্যের ভাবনা প্রথমবারের মতো খোলসা করতেই ভক্তদের নতুন করে চমকে দিলেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ নানা সিদ্ধান্তের পেছনের কারণ খোলামেলা করে তুলে ধরেছেন। নিজের নীতির প্রতি অটল থাকার কথা উল্লেখ করে দিয়েছেন স্পষ্ট বার্তা—‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি।’

সাক্ষাৎকারে দীপিকা বলেন, ক্যারিয়ারে বহুবার মোটা অঙ্কের প্রস্তাব এসেছে, কিন্তু কখনোই টাকার লোভে এমন চরিত্রে অভিনয় করেননি, যার গল্পে বা ছবির অগ্রযাত্রায় বিশেষ কোনো ভূমিকা নেই।

প্রতিযোগিতাপূর্ণ বলিউডে যেখানে তারকা-মান নির্ধারিত হয় পারিশ্রমিকের অঙ্কে, সেখানে ক্যারিয়ারের শুরুর দিকে এমন সাহসী সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না। দীপিকা জানান, শুরুতে তাঁর এমন আত্মবিশ্বাস ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের অবস্থান শক্ত হওয়ার পরই কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস পেয়েছেন তিনি।

অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে দীপিকা আরও বলেন, ‘অভিজ্ঞতা হলো জীবনের সবচেয়ে বড় সঞ্চয়। সেই অভিজ্ঞতাই আমাকে অনেক সিদ্ধান্ত সহজে নিতে সাহায্য করেছে।’

নিজের নীতি ও যোগ্যতায় ভর করে এগিয়ে চলাই যে দীপিকা পাড়ুকোনের মূল শক্তি—সাম্প্রতিক বক্তব্যে যেন আরও একবার তা স্পষ্ট করে দিলেন এই বলিউড সুপারস্টার।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top