আমি ভুলতে পারব না যেহেতু আমার প্রথম কাজ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৮:২৫
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মি ইসলাম নীলা প্রথমবারের মতো নাটকে জুটি বেঁধেছেন। তাদের অভিনীত নাটকের নাম ‘ফার্স্ট লাভ’। সম্প্রতি নাটকটি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নীলা তৌসিফের প্রশংসা করেছেন।
নীলা বলেন, “তৌসিফ ভাইয়ের হার্ডওয়ার্ক, ডেডিকেশন এবং ভিশনের প্রেমে পড়ে গিয়েছি। দিন-রাত কাজের পরও তিনি সবাইকে উৎসাহ দিচ্ছেন এবং নামাজও সুন্দরভাবে মেইনটেইন করছেন। এই গুণগুলোই সবাইকে তাঁর প্রতি আকৃষ্ট করেছে।”
তিনি আরও যোগ করেন, “তৌসিফ ভাইয়া সত্যিই অ্যামেজিং পার্সন। তার কাজের প্রেম, ধৈর্য এবং পেশাদারিত্বের প্রেমে নতুন করে মুগ্ধ হয়েছি।”
‘ফার্স্ট লাভ’ নিয়ে নীলা জানান, এটি তার প্রথম কাজ এবং প্রথম লিডিং অ্যাক্ট্রেস হিসেবে অভিজ্ঞতা। তিনি বলেন, “প্রথম কাজ হিসেবে এটা আমার কাছে বিশেষ। ভোলার মতো নয়, ভুলবো না—এটাই আমার প্রথম ভালোবাসার কাজ।”
দর্শকদের উদ্দেশ্যে নীলা বলেন, “আপনাদেরও মনে থাকবে যে আমার প্রথম কাজের নাম ছিল ‘ফার্স্ট লাভ’। আশা করি এটি দর্শকদের জন্যও স্মরণীয় হয়ে থাকবে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।