বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

তানজিন তিশার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন ‘ভালোবাসার মরশুম’-এর প্রযোজক শরীফ খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১২:০৩

সংগৃহীত

অর্থ আত্মসাৎ, শিডিউল ফাঁসানো, পাল্টা অভিযোগ এবং সবশেষে ভয়েস রেকর্ড ফাঁস—এই তিন ধাপ পেরিয়ে অভিনেত্রী তানজিন তিশা ও কলকাতার সিনেমা ‘ভালোবাসার মরশুম’–এর প্রযোজক শরীফ খানের দ্বন্দ্ব এবার আদালতের পথে। ভুয়া অজুহাত ও মিথ্যাচারের অভিযোগ তুলে তিশার বিরুদ্ধে মামলা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় এই প্রযোজক।

এক গনমাধ্যমের হাতে আসা তিশার ভয়েস রেকর্ড ফাঁস হওয়ার পর পুরো বিষয়টি নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়। এর মধ্যেই বুধবার (২৬ নভেম্বর) প্রযোজক শরীফ খান নিশ্চিত করেছেন, তিনি খুব শিগগিরই তিশার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন।

শরীফ খান গনমাধ্যমকে বলেন, “আমি অনেক ধৈর্য ধরেছি। ভদ্রভাবে টাকা ফেরত চেয়েছি, কিন্তু তিনি (তিশা) উল্টো মিথ্যাচার করে যাচ্ছেন। আমার কাছে সব প্রমাণ থাকার পরও নিজেকে নির্দোষ দাবি করে আমাকে অপেশাদার বানানোর চেষ্টা করছেন। আর অপেক্ষা করব না—খুব শিগগির তার বিরুদ্ধে মামলা করছি।”

তিনি জানান, চুক্তিভঙ্গ, আর্থিক ক্ষতিসাধন এবং মানহানির অভিযোগে এই মামলা করা হবে। প্রযোজকের দাবি, চুক্তির সময় তিশাকে দেওয়া সাড়ে ৪ লাখ টাকা এখনো ফেরত পাননি তিনি। বরং তিশার আচরণে প্রজেক্টের ব্যাপক ক্ষতি হয়েছে।

তার ভাষায়, “শাকিব খানের সিনেমার দোহাই দিয়ে শিডিউল পেছালেন, ভিসা নিজে করবেন বলে কথা দিলেন, আর এখন সব দোষ আমার ওপর চাপাচ্ছেন। এর বিচার আমি আইনের পথেই চাই।”

এর আগে তানজিন তিশা অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, প্রযোজক ভিসা করাতে ব্যর্থ হওয়ায় তিনি ছবিতে কাজ করতে পারেননি এবং তার বিরুদ্ধে আনা অর্থ আত্মসাতের অভিযোগ “ফালতু”। তবে গণমাধ্যমের হাতে পাওয়া ভয়েস রেকর্ডে শোনা যায়, তিশা শাকিব খানের সিনেমার জন্য কলকাতার প্রজেক্টের শিডিউল সরানোর কথা বলছেন এবং ভিসার ব্যবস্থা তিনি নিজেই করবেন বলে জানাচ্ছেন।

অডিও ফাঁসের পর প্রযোজকের মামলার ঘোষণা তানজিন তিশাকে নতুন আইনি জটিলতার মুখে ফেলতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top