বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

পর্নস্টারের সঙ্গে ফাঁকা ঘরে সালমান খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫২

সংগৃহীত

দুষ্টুমি আর বিতর্কে বরাবরই শিরোনামে থাকেন মার্কিন পর্নস্টার কেন্দ্রা লাস্ট। বলিউড তারকাদের সঙ্গে এআই–তৈরি ছবি প্রকাশ করে তিনি প্রায়ই চমকে দেন নেটিজেনদের। এবার ফাঁকা ঘরে সালমান খানের সঙ্গে ‘অন্তরঙ্গ মুহূর্তের’ আরেকটি ছবি পোস্ট করে নতুন করে আলোচনায় এলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কেন্দ্রার বলিউডপ্রেম নতুন নয়। এর আগেও তিনি শাহরুখ খানের সঙ্গে এআই–এডিট করা ছবি পোস্ট করেছিলেন। এবার সালমানের পালা। নতুন ছবিতে কেন্দ্রাকে শাড়িতে এবং সালমানকে কুর্তা–পাজামায় দেখা যায়। লাস্যময়ী ভঙ্গিতে ‘টাইগার’-এর সামনে দাঁড়িয়ে আছেন কেন্দ্রা।

ছবির ক্যাপশনে তিনি ফলোয়ারদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন—

“আমি যদি বিগ বসে ঢুকি… তোমরা কি ড্রামার জন্য প্রস্তুত? আমার যাওয়া উচিত কি?”

ছবি প্রকাশের পরই নেটদুনিয়ায় শুরু হয় তোলপাড়। কেউ ধারণা করছেন, ‘বিগ বস’-এ যোগ দিতে ইঙ্গিত দিচ্ছেন কেন্দ্রা। এক নেটিজেন মজা করে লিখেছেন, “এই ঘর তো তোমারই, বস হওয়ার যোগ্য তুমিই।” আরেকজন মন্তব্য করেছেন, “এখনই নয়, সিজন ৬৯–এ এস।” কেউ আবার জানতে চেয়েছেন, তিনি আদৌ হিন্দি জানেন কি না।

উল্লেখ্য, সালমান খানের প্রতি কেন্দ্রার আগ্রহ আগে থেকেই দেখা গেছে। এর আগে সালমানের জন্মদিনে এআই প্রযুক্তি ব্যবহার করে তার সঙ্গে নিজের আরেকটি ছবি শেয়ার করেছিলেন কেন্দ্রা লাস্ট।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top