অন্তরঙ্গ দৃশ্য পর্নো সাইটে,বাঙালি অভিনেত্রীর ক্ষোভ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:০৩
সৃজিত মুখার্জির মিশর রহস্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করা ত্রিধা চৌধুরী পরে মুম্বাইয়ের হিন্দি সিরিজের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। বিশেষ করে ববি দেওলের সঙ্গে আশ্রম সিরিজে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে তিনি আলোচনার জন্ম দিয়েছেন।
এক সাক্ষাৎকারে ত্রিধা বলেন, “একজন অভিনয়শিল্পী যে সীমা মেনে কোনো চরিত্রে অন্তরঙ্গ দৃশ্যে সম্মত হয়েছেন, তার পেছনে অনেক নিবেদন থাকে। উদাহরণস্বরূপ, আশ্রম-এ আমার চরিত্র যৌনকর্মী, তাই পর্দায় অন্তরঙ্গ দৃশ্য থাকতেই পারে। কিন্তু শুটিংয়ের সময় আমি উপভোগ করছি না, এটি আমার কাজের অংশ।” তিনি আরও যোগ করেন, “প্রোডাকশন টিমের দায়িত্ব ছিল এ ধরনের দৃশ্য পর্নো সাইটে ছড়ানো না হওয়া। এমন হলে তা দ্রুত বন্ধ করা প্রয়োজন।”
সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে ত্রিধা বলেন, “আজকাল সিনেমার অন্তরঙ্গ দৃশ্য রিলস বা শর্টসে সহজেই ছড়িয়ে যায়। এটি অভিনেত্রীর কাজকে আরও কঠিন করে তুলেছে। দর্শকরা ভুলে যাচ্ছেন, আমরা শুধু একটি চরিত্র দেখছি, বাস্তব জীবন নয়।”
ত্রিধা আশ্রম সিরিজের শুটিং প্রসঙ্গে বলেন, “শুরুতে আমি নার্ভাস ছিলাম। তবে ববি দেওল এবং অন্যান্য সহঅভিনেতাদের সঙ্গে কাজ সহজ হয়ে গেছে। পরিচালক প্রকাশ ঝা-ও সহযোগিতা করেছেন। সংবেদনশীল দৃশ্যে সবার সহযোগিতা শিল্পীর আত্মবিশ্বাস বাড়ায়।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।