মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

ভালোবাসা দিবসে অপেক্ষা আর বিচ্ছেদের গল্প নিয়ে আসছে ‘নীল রেইনকোট’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৮:৩৮

সংগৃহীত

ধানমন্ডির যান্ত্রিক শহুরে জীবনের ভিড়ে এক পুরোনো ফ্ল্যাটবাড়িতে কাটে অর্পিতার নিঃসঙ্গ ব্যাচেলর জীবন। ছিমছাম ও ছন্দবদ্ধ সেই জীবনে প্রতিদিন বিকেল ৫টা ২০ মিনিটে ঘটে এক অদ্ভুত ছন্দপতন। বারান্দায় এসে দাঁড়িয়ে অর্পিতা অপেক্ষা করে—কোনো মানুষের নয়, বরং একটি মুহূর্তের, একটি নীল রঙের স্মৃতির। শহরের ভিড়ে তার চোখ খুঁজে ফেরে একটি পরিচিত অবয়ব—একটি ‘নীল রেইনকোট’।

এমনই বিষাদমাখা প্রেমের গল্প নিয়ে আসছে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘নীল রেইনকোট’। নীলক্ষেতের বৃষ্টিভেজা বিকেলে শুরু হওয়া এক অসম্পূর্ণ ভালোবাসার গল্পকে কেন্দ্র করেই এগিয়ে যায় নাটকটির কাহিনি। পুরোনো বইয়ের দোকানের সোঁদা গন্ধ, ঝুম বৃষ্টি আর রবীন্দ্রনাথের কবিতার কথায় অর্পিতার সঙ্গে শুভ্রর পরিচয়। নীল রেইনকোট পরা রবীন্দ্রপ্রেমী শুভ্র বিদায়ের সময় একটি প্রতিশ্রুতি দিয়ে যায়—“যদি কোনো দিন ফিরে আসি, নীল রেইনকোট পরেই ফিরব।” সেই প্রতিশ্রুতিই অর্পিতার জীবনে রূপ নেয় দীর্ঘ অপেক্ষার প্রতীকে।

শুভ্র চলে যাওয়ার পর অর্পিতার জীবনে নেমে আসে নিঃসঙ্গতা আর অপেক্ষার দীর্ঘ সময়। টংদোকানের চা, খালি চেয়ার আর স্মৃতিই হয়ে ওঠে তার একমাত্র সঙ্গী। বৃষ্টির দিনে রাস্তায় কোনো নীল রেইনকোট দেখলেই বুক ধড়ফড় করে ওঠে তার। নাটকের এক দৃশ্যে দেখা যাবে, নীল রেইনকোট পরা এক পথচারীকে দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে রাস্তায় দৌড়ে নামতে—চিৎকার করে ডাকতে, “শুভ্র, শুনছেন…?” কিন্তু সেই ডাক কি আদৌ পৌঁছায়? নাকি তা হারিয়ে যায় এক অসমাপ্ত অপেক্ষার হাহাকারে?

গতানুগতিক মিলনান্তক প্রেমের গল্পের বাইরে গিয়ে এমন এক স্যাড-রোমান্টিক গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছেন সময়ের আলোচিত নির্মাতা রুবেল আনুশ। নাটকটির গল্প লিখেছেন তানভীর হাসান। শুভ্র চরিত্রে অভিনয় করেছেন সাদ নাওভি এবং অর্পিতার চরিত্রে দেখা যাবে জিমকে। এটি এই জুটির প্রথম একসঙ্গে কাজ।

নাটকটি প্রসঙ্গে পরিচালক রুবেল আনুশ বলেন,

“ভালোবাসা দিবস মানেই শুধু আনন্দ আর মিলন নয়। অপেক্ষা আর বিচ্ছেদও ভালোবাসার গভীর অংশ। সেই ভাবনা থেকেই ‘নীল রেইনকোট’ নির্মাণ করা। নাওভি ও জিম দুজনেই তাদের চরিত্রে দারুণভাবে মিশে গেছেন।”

নাটকের প্রযোজক আকবর হায়দার মুন্না জানান, ভালোবাসা দিবস উপলক্ষে এই বিশেষ নাটকটি আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট’-এর ইউটিউব চ্যানেলে। নাটকটিতে আরও অভিনয় করেছেন দিশা রহমান, আনোয়ার আজপুর, আব্রাহাম তামিম, সিদ্ধাত্য ও আনোয়ার।

বৃষ্টি, বই, গান আর এক বুক অপেক্ষার গল্প নিয়ে নির্মিত ‘নীল রেইনকোট’ দর্শকদের হৃদয়ে কতটা গভীর দাগ কাটতে পারে—সেটাই এখন দেখার অপেক্ষা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top