নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই জেলে আহত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৮:৪০
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং কাঞ্জরপাড়া সীমান্তে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কাঞ্জরপাড়া এলাকার নাফ নদী সীমান্তে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. ওবাইদুল্লাহ (১৭)। আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি এনজিও পরিচালিত হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটছিল। ওই সংঘর্ষের সময় ছোড়া গুলি নাফ নদীর বাংলাদেশ অংশে এসে লাগে, এতে মাছ শিকাররত দুই কিশোর গুলিবিদ্ধ হন।
আহতদের পরিবারের সদস্য ছৈয়দ আলম জানান, সকালে নাফ নদীতে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমার প্রান্ত থেকে বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া গুলি এসে সোহেল ও ওবাইদুল্লাহর শরীরে লাগে। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে দ্রুত কুতুপালং এমএএসএফ হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, সোহেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
ঘটনার বিষয়ে উখিয়া-৬৪ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, গোলাগুলির ঘটনায় দুই যুবক আহত হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। সীমান্ত পরিস্থিতি বিজিবি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে বলে তিনি জানান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।