সিরিয়ার জনপ্রিয় অভিনেত্রী নিহত, গৃহকর্মী সন্দেহভাজন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৬, ২৩:৩৬
সিরিয়ার ব্যাপক জনপ্রিয় ও প্রবীণ অভিনেত্রী হুদা শা’রাউই আর নেই। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে দামেস্কের মধ্যাঞ্চলে অবস্থিত তার নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী গণমাধ্যম গালফ নিউজ–এর প্রতিবেদনে জানানো হয়েছে, অভিনেত্রীকে হত্যার ঘটনায় তার গৃহকর্মীর সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে। নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে বলা হয়, ৮৭ বছর বয়সী হুদা শা’রাউইকে হত্যার পর ওই গৃহকর্মী পালিয়ে গেছে। তাকে ধরতে তদন্ত ও অভিযান চালানো হচ্ছে।
হুদা শা’রাউই সিরিয়ার টেলিভিশন নাটকের একজন অত্যন্ত পরিচিত ও সম্মানিত শিল্পী ছিলেন। জনপ্রিয় সিরিজ ‘বাব আল হারা’-তে ‘উম জাকি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন।
তার অভিনীত উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে—
‘আহল এল রায়া’, ‘আহলাম আবু এল হানা’, ‘আইয়্যাম শামিয়া’, ‘আইলাত সাবাত নুজুম’ এবং ‘কিল্লাত জাওক ওয়া কাথরাত গালাবা’।
তার মৃত্যুতে সিরিয়ার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।