বঙ্গোপসাগরের লঘুচাপে দিন-রাতের তাপমাত্রা কমতে পারে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:১৬

তাপমাত্রা কমতে পারে সারাদিনের

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের সৃষ্টি হয়েছে। ঢাকাসহ আশেপাশের এলাকায় সকাল থেকেই মেঘ জমে আছে। দুপুরের দিকে মেঘ কিছুটা কাটতে পারে। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহওয়াবিদ আবদুর রহমান এ তথ্য দেন। তার মতে, মঙ্গলবার ঢাকাসহ আশপাশের এলাকায় মেঘলা আকাশ এবং রোদ-বৃষ্টি দুটোই থাকার সম্ভাবনা আছে। দক্ষিণাঞ্চল ছাড়া দেশের অন্যান্য স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

আবহাওয়া অফিস জানায়, ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া তাপমাত্রা অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সারাদিন দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top