ভারী বৃষ্টিতে দেয়াল চাপা পড়ে যুবকের মৃত্যু
সুজন হাসান | প্রকাশিত: ২৭ মে ২০২৪, ১৫:১০

রাতভর ভারী বর্ষণে চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের পথ না থাকা বা প্রতিবন্ধকতার কারণে নিচু সড়কে জমেছে কোমরসমান পানি। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এদিকে নগরীর বায়েজিদ এলাকায় দেয়াল ধসে এক যুবকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে ভারী বৃষ্টিতে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল চাপা পড়ে সাইফুল ইসলাম হৃদয় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল জেড আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হৃদয় নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আবুল হোসেনের ছেলে। থাকতেন নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায়।
নগরীর বায়েজিদ বোস্তামী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, সকালে বৃষ্টিতে হাঁটার সময় পাশের নির্মাণাধীন একটি ভবনের দেয়াল চাপা পড়ে সাইফুল ইসলাম হৃদয় নামে এক যুবক মারা গেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।