বঙ্গোপসাগরের লঘুচাপে বাড়বে বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ২২:১৬
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে বৃষ্টি বেড়েছে বরিশাল বিভাগে। এছাড়াও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। এর ফলে তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (১৩ অক্টোবর) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে কোনো বৃষ্টি হয়নি। এ সময়ে সবচেয়ে বেশি ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। ঢাকা বিভাগের ফরিদপুরে ১৫, মাদারীপুরে ২ মিলিমিটার এবং কিশোরগঞ্জের নিকলিতে সামান্য বৃষ্টি হয়েছে বলে জানানো হয়।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।