শীতের মধ্যেই আবারও বৃষ্টির সম্ভবনা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ০২:০১
তীব্র শীতের মধ্যেই আবার নাকি বৃষ্টির সম্ভবনা আছে, এমন পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দুই দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিকে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এছাড়া বর্ধিত পাঁচ দিনে কমতে পারে তাপমাত্রা।
এদিকে সোমবার সকাল থেকে ঢাকায় বাতাস প্রবাহিত হচ্ছে উত্তর অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ কিলোমিটার বেগে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬১ শতাংশ।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।