দাবানলে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৩৩ ছাড়িয়েছে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৬

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রশান্ত মহাসাগর তীরে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে দাবানল। এক সপ্তাহের বেশি সময় ধরে অব্যাহত দাবানলে এ পর্যন্ত মারা গেছে ৩৩ জন। প্রবল বাতাস আর শুষ্ক অবস্থার কারণে লাল সংকেত জারি করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সেবা।

ক্যালিফোর্নিয়া, অরেগন এবং ওয়াশিংটন রাজ্যের প্রশান্ত মহাসাগর উপকূল এলাকায় বনভূমি, ঘরবাড়ি, আগুনে পুড়ে ধূসর ভূমিতে পরিণত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গেল এক সপ্তাহে কমপক্ষে ১০ জন মারা গেছে অরেগন রাজ্যে। আগস্টের শুরু থেকে এ পর্যন্ত ক্যালিফোর্নিয়া রাজ্যে মারা গেছে ২২ জন।

সিবিএস নিউজকে দেয়া বক্তব্যে দক্ষিণ অরেগন রাজ্যের গভর্নর কেট ব্রাউন জানান, কমপক্ষে ২৫টি অগ্নিকান্ড রাজ্য জুড়ে বিস্তৃত হচ্ছে। উচ্চ তাপমাত্রা, খরা এবং উত্তপ্ত পরিবেশ দাবনলকে আরও ছড়িয়ে দিচ্ছে। ক্যালিফোর্নিয়া রাজ্যে ২৯টি দাবানল নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রায় ১৭ হাজার দমকল কর্মী। গেল তিন সপ্তাহের আগুনে এ রাজ্যে ৪ হাজারেরও বেশি বাড়ী এবং অন্যান্য স্থাপনা। দাবানলের ধোঁয়ায় ক্যালিফোর্নিয়ার উপকূলীয় আকাশ হয়ে পড়েছে লালচে।

এনএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top