প্রতি মুহূর্তে বড় হচ্ছে মহাবিশ্ব
রায়হান রাজীব | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪, ১৮:১৪
প্রতিনিয়ত বড় হচ্ছে আমাদের মহাবিশ্ব। আর তাও অত্যন্ত দ্রুতগতিতে। পৃথিবীর সবচেয়ে সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে তোলা ছবি বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির বিজ্ঞানীরা বলছেন, এতটা দ্রুতগতির বর্ধন তারাও আশা করেননি।
বিজ্ঞানীরা বলছেন, এর আগে হাবেল স্পেস টেলিস্কোপে তারা এমন তথ্য পেয়েছিলেন। এবার জেমসওয়েব টেলিস্কোপ থেকেও তার সত্যতা মিলেছে। প্রতি মুহূর্তে ৮ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে বিশ্ব। একে বলা হচ্ছে হাবেল টেনশন।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিসিস্ট অ্যাডাম রাইস বলেন, আমরা আমাদের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ দিয়ে ২ বছরের ডাটা সংগ্রহ করেছি। এই তথ্য আমাদের হাবেল স্পেস টেলিস্কোপ থেকে পাওয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। আমরা আগে নিশ্চিত ছিলাম না। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি, মহাবিশ্ব এত দ্রুতগতিতে বাড়ছে যা আমাদের তত্ত্ব দিয়ে বিশ্লেষণ করা সম্ভব নয়।
তিনি বলেন, আমরা আবারও প্রমাণ পেলাম যে মহাবিশ্ব নিয়ে আমসাদর জ্ঞান সীমিত। আমরা ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি সম্পর্কে কিছুই জানি না। আর এগুলো দিয়েই আমাদের বিশ্বের ৯৬ শতাংশ পূর্ণ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।