কমবে বৃষ্টি, বাড়বে তাপ

নিউজফ্ল্যাজ৭১ | প্রকাশিত: ১৫ মে ২০২১, ১৮:৫৭

কমবে বৃষ্টি, বাড়বে তাপ

সারাদেশে বৃষ্টির পরিমাণ কমে আসবে, বাড়বে তাপমাত্রা। তবে শনিবার (১৫ মে) রাতে দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৪ মে) রাত থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

শনিবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ইতোমধ্যে যশোর ও খুলনা অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা বিস্তার লাভ করতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

শুক্রবার রাতের আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। এছাড়া ৫ দিনের আবহাওয়ার পরিস্থিতিতে দেখা যাচ্ছে, তাপমাত্রা বাড়তে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, তাপমাত্রা আরও বাড়তে পারে। আর পরবর্তী দুই দিন বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top