ভাইরাল ভিডিও নিয়ে বিভ্রান্তি: নিরাপদে আছে ফ্যান্টাসি আইল্যান্ডের শিশুরা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১৬:৪০
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের গ্রুপে একটি ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে পরিষ্কারভাবে জানানো যাচ্ছে, ভিডিওতে দেখা বাচ্চারা Fantasy Child Development Unit (Fantasy Island)-এর নিয়মিত থেরাপি সেশনে অংশ নিতে আসে এবং তারা সম্পূর্ণ নিরাপদ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার দিন বাচ্চাদের বাবা-মা ব্যক্তিগত ব্যস্ততায় উপস্থিত থাকতে না পারায় ড্রাইভার ও একজন কেয়ারটেকারের মাধ্যমে শিশুদের সেন্টারে পাঠানো হয়। এটি প্রতিষ্ঠানটির নিয়ম অনুযায়ী অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ প্রক্রিয়া।
তবে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করেন। এ ঘটনায় কোনো ধরনের কিডন্যাপিং বা বিপজ্জনক পরিস্থিতি ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে সংশ্লিষ্টরা অনুরোধ জানিয়েছেন, তথ্য যাচাই না করে যেন কেউ গুজব না ছড়ান। পাশাপাশি, যেসব সদস্য দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বিষয়টি যাচাই করার চেষ্টা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এ ছাড়া, যিনি সচেতনতা তৈরির উদ্দেশ্যে ভিডিওটি ধারণ ও শেয়ার করেছেন, তাকেও ধন্যবাদ জানানো হয়।
কর্তৃপক্ষ আরও জানায়, এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং ভবিষ্যতে সবাই যেন আরও মানবিক, সচেতন ও দায়িত্বশীল আচরণ বজায় রাখেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।