ইন্দোনেশিয়ায় বিশ্বের ‘প্রাচীনতম’ গুহাচিত্রের সন্ধান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২১, ০০:৪৭
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে বিশ্বের ‘প্রাচীনতম’ গুহাচিত্রের সন্ধান পাওয়ার দাবি করেছে বিজ্ঞানীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, দ্বীপের লেয়াং তেডোঙ্গে গুহায় যে বন্য শূকরের ছবিটি পাওয়া গেছে তা আনুমানিক ৪৫ হাজার ৫০০ বছর আগে আঁকা হয়েছিল।
বিজ্ঞানীরা জানিয়েছেন, গাঢ় লাল মেটে রঞ্জক পদার্থ ব্যবহার করে আঁকা সুলাওয়েসি শূকরের প্রমাণ আকৃতির চিত্রটি একটি আখ্যান দৃশ্যের অংশ হিসেবে হাজির হয়েছে।
সুলাওয়েসি দ্বীপের একটি প্রত্যন্ত উপত্যকায় গুহাটি অবস্থিত। চিত্রটিকে একই সঙ্গে ওই অঞ্চলে মানুষের বসতি স্থাপনের সবচেয়ে প্রাচীন প্রমাণ হিসেবেও ধারণা করছেন বিজ্ঞানীরা।
সায়েন্স অ্যাডভান্স জার্নালে গুহাচিত্রে প্রাণীর এ ছবি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ঐ প্রতিবেদনের অন্যতম লেখক ম্যাক্সিম উব্যার বলছেন, “যে মানুষগুলো এটি বানিয়েছে তারা পুরোপুরি আধুনিক (হোমো স্যাপিয়েন্স) ছিল, তারা আমাদের মতোই ছিল, পছন্দের যে কোনো ছবি আঁকার সক্ষমতা ও উপকরণ তাদের ছিল।"
এনএফ৭১/২০২১
বিষয়: ইন্দোনেশিয়া বিশ্বের প্রাচীনতম গুহাচিত্রের সন্ধান ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সুলাওয়েসি দ্বীপ লেয়াং তেডোঙ্গে ৪৫ হাজার ৫০০ বছর আগে আঁকা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।