প্রেমসপ্তাহে কেন লাল গোলাপেই ভরসা!
Nasir Uddin | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৫, ০০:৩৭
![ফাইল ছবি](https://www.newsflash71.com/pmanager/read-rose-20250208003518.jpg)
কিছু মানুষের ভাল লাগুক না লাগুক, ভ্যালেন্টাইন সপ্তাহ প্রতি বছরের মতোই ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে শুরু হয়ে যায় ভ্যালেন্টাইন সপ্তাহ উদযাপন। মার্কিন দেশে বা ইউরোপে কিন্তু এটি পারিবারিক উৎসবের মতো করেই পালন করা হয়। আর রোজ ডে-তে অর্থাৎ ৭ ফেব্রুয়ারির স্ত্রী বা প্রেমিকাকে লাল গোলাপ উপহার দেওয়াটা প্রায় সামাজিক দস্তুর। এদেশেও গত দুদশক ধরে এই সপ্তাহটি পালন বেশ জনপ্রিয় নতুন প্রজন্মের কাছে।
এখন প্রশ্ন হল, প্রেমদিবসে বা প্রেমসপ্তাহে কেন লাল গোলাপেই ভরসা? অর্থাৎ কীভাবে এবং কেন এই বিশেষ ফুলটিই হয়ে উঠল প্রেমের প্রতীক? আসলে এর সূত্রপাতটি হয়েছে সেই গ্রিক এবং রোমান সভ্যতা থেকে।
গ্রিকদের প্রেমের দেবী হলেন ‘আফ্রোদিতে এবং রোমানদের প্রেমের দেবী হলেন ‘ভেনাস। এই দুই দেবীর সঙ্গেই গোলাপ-কে যুক্ত করা হয় একটি প্রতীক হিসেবে। পরবর্তী সময়ে খ্রিস্টীয় দর্শনের সঙ্গেও যুক্ত হয় লাল গোলাপ। গোলাপ হয়ে ওঠে ভার্জিন মেরি-র প্রতীক। তবে লাল গোলাপকে আরও বেশি করে প্রেমের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করে গিয়েছেন মধ্যযুগ এবং রোম্যান্টিক যুগের কবি, সাহিত্যিক, নাট্যকারেরা।
তাই সেন্ট ভ্যালেন্টাইনের যে গল্পটি প্রচলিত ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে, সেই মিথের সঙ্গেও ভালবাসার প্রতীক হিসেবে মিশে গেছে লাল গোলাপ। সবটাই আসলে মানুষের তৈরি ‘আইকনোগ্রাফি বা প্রতীকীকরণ। গ্রিক বা রোমানরা তাঁদের প্রেমের দেবীর সঙ্গে যদি লাল গোলাপের বদলে অন্য কোনও ফুলের কথা ভাবতেন, তা হলে হয়তো প্রেমের প্রতীক হিসেবে মানা হতো সেই ফুলকেই।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।