মাদারীপুরে আগুনে ৫ দোকান পুড়ে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৫, ১৬:১১

মাদারীপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫টি দোকান, ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক টাকা। ঘটনা বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর সিকিনওয়হাটা বাজারে ঘটে।
ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্থ দোকানগুলোর মধ্যে রয়েছে এলপিজি গ্যাসের দোকান, অটোভ্যান ও ইজিবাইক শোরুম, একটি মোটরসাইকেল দোকানসহ আরও কয়েকটি ছোট দোকান।
প্রাথমিকভাবে জানি আলম মাতুব্বরের অটো গ্যারেজে থাকা ৪টি ইজিবাইক, ২টি অটোভ্যান ও একটি মোটরসাইকেল আগুনে পুড়ে যায়। অন্যান্য ক্ষতিগ্রস্থরা হলেন: স্যান্ডেল দোকানী নূর হক মাতুব্বর, সার ও কীটনাশক ব্যবসায়ী বাচ্চু কাজী, ট্রেইলারস (দর্জি) দোকানী বোরহান মাতুব্বর এবং মুদি দোকানী জাকির মাতুব্বর।
ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ৫টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে। সৌভাগ্যবশত, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাইজ ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা সম্ভব নয়। এই অগ্নিকাণ্ডে লোকসান ও আগুনের বিস্তার রোধে স্থানীয়রা মসজিদে মাইকিং করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
বিষয়: মাদারীপুরে আগুন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।