খালেদা জিয়ার জন্মদিনে ফুল পাঠালেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৫, ১৮:০৪

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান—আজ খালেদা জিয়ার জন্মদিন হলেও তিনি কোনো অনুষ্ঠান করেন না। তবে দলীয় উদ্যোগে সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল হচ্ছে।
বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এবং কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম গুলশানের ‘ফিরোজায়’ পৌঁছে ফুলের তোড়া হস্তান্তর করেন। গ্রহণ করেন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।
এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং ব্যক্তিগত উইংয়ের কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া জন্মদিনে চীনা রাষ্ট্রদূতের পক্ষ থেকেও ফুল পাঠিয়েছে চীনা দূতাবাস। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা জিয়া আজ ৮১ বছরে পা দিলেন। ফুলেল শুভেচ্ছা ও দোয়া মাহফিলে ঘেরা দিন কাটছে দেশের সাবেক এই প্রধানমন্ত্রীর জন্মদিনে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।