ব্রাজিলে কুমিরকে গিলতে ব্যস্ত অ্যানাকোন্ডা! (ভিডিও)

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২০, ১৫:০৪

নিউজফ্ল্যাশ ডেস্ক:

ব্রাজিলের পন্টা নেগ্রোতে এক অ্যানাকোন্ডাকে সম্প্রতি কুমিরকে গেলে খেতে দেখা গেছে। গত ৭ অগাস্টের ঐ ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে এটাও দেখা গিয়েছে স্থানীয়রা সেই কুমিরকে বাঁচাতে যথেষ্ট উদ্যোগ নিয়েছিলেন।

সেদিনের ঘটনার পর ডার্নান্ডো রেইস বলেছেন, “বাড়ি ফেরার পথে এই ঘটনা আমার চোখে পড়ে। দেখি অন্যরা ওই দুই সরীসৃপকে পৃথক করার চেষ্টা করছে।” সর্পবিদদের দাবি, “ছয় ফুট উচ্চতা ছিল এই অ্যানাকোন্ডার।”

https://twitter.com/manaus_pop/status/1295368157192912900

এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বেশ ভাইরাল। পরিবেশ ও বন্যপ্রাণী প্রেমীরা ভিডিওটি দেখে এখন স্থানীয়দের দোষারোপে ব্যস্ত। তাদের দাবি, স্থানীয়দের উচিত হয়নি ওই অ্যানাকোন্ডার মুখের গ্রাস কেড়ে নেওয়া।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top