আফ্রিকান বর্ষসেরা ফুটবলার সাদিও মানে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ০৪:২৩

আফ্রিকান বর্ষসেরা ফুটবলার সাদিও মানে

করোনাভাইরাসের কারণে গত দুই বছর দেওয়া হয়নি আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। চলতি বছর আবার ফিরে এসেছে আফ্রিকান ফুটবলের অ্যাওয়ার্ড নাইট।

এবারের আসরে টানা দ্বিতীয়বারের মতো আফ্রিকান বর্ষসেরার পুরস্কার জিতেছেন সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে। সর্বশেষ আফ্রিকান নেশন্স কাপে জাতীয় দলকে জেতাতে বড় অবদান রাখেন মানে। তাই এবারের আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা উঠেছে সেনেগালিজ এই ফরোয়ার্ডের হাতেই।

বৃহস্পতিবার (২১ জুলাই) মরক্কোর রাজধানী রাবাতে এবার আফ্রিকান ফুটবলের এই অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠিত হয়। যেখানে এই পুরস্কার নিজের করে নেন মানে। এদিকে সদ্য বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ায় ক্লাবটির প্রথম ফুটবলার হিসেবে এই পুরস্কার জেতার খেতাব জিতলেন সাদিও মানে। এর আগে ২০১৯ সালে লিভারপুলের হয়ে এই পুরস্কার জিতেছিলেন এই সেনেগালের ফরোয়ার্ড।

এবার মানের সঙ্গে আফ্রিকান বর্ষসেরার খেতাব জেতার পথে লড়াইয়ে ছিলেন লিভারপুলের সাদিও মানে এবং চেলসির গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। তবে তাদের হঠিয়ে দ্বিতীয় ফুটবলার হিসেবে এই খেতাব জিতে আরেক সেনেগালিজ এল হাজি দিউফের পাশে বসলেন মানে। হাজি দিউফও দুইবার আফ্রিকান বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন।

সবচেয়ে বেশি ৪ বার করে আফ্রিকান বর্ষসেরার পুরস্কার জিতেছেন স্যামুয়েল ইতো এবং ইয়াইয়া তোরে।






পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top