তিন ম্যাচ নিষিদ্ধ কাভানি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২১, ২০:৫৫
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিতর্কিত মন্তব্যের জেরে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উরুগুইয়ান স্ট্রাইকার এদিনসন কাভানিকে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে কাভানির শাস্তির ব্যাপারটি নিশ্চিত করা হয়।
বিবৃতিতে, কাভানিকে তিন ম্যাচে নিষিদ্ধ করার পাশাপাশি ১ লাখ পাউন্ড জরিমানাও করা হয়েছে। এ জরিমানার অর্থ বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে ব্যয় করা হবে। তাছাড়া শিক্ষামূলক কার্যক্রমেও অংশ নিতে হবে ৩৩ বছর বয়সী ফুটবলারকে।
প্রসঙ্গত, ২৯ নভেম্বর প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচ শেষে ইনস্টাগ্রামে এক বর্ণবাদী বিতর্কিত মন্তব্য করে বসেন কাভানি। মন্তব্য করার পর অবশ্য নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পোস্ট ডিলিট করে এক প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তিনি।
কিন্তু তাতেও শাস্তি এড়াতে পারলেন না। শাস্তির বিরুদ্ধে অবশ্য কোনো আপিল না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।