বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

২৪ জুলাই শনিবার, কেমন যাবে দিনটি!

নিউজফ্ল্যাজ৭১ | প্রকাশিত: ২৪ জুলাই ২০২১, ১৮:২৯

২৪ জুলাই শনিবার, কেমন যাবে দিনটি!

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি সিংহ। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : শুক্র ও রবি। ২৪ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর শুক্রর প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা : ৬, ১৫, ২৪। আপনার শুভ বর্ণ : সাদা ও কমলা। শুভ গ্রহ ও বার : রবি ও শুক্র। শুভ রত : হীরা ও রুবী।

আজকের দিনের শুভ রং : আজ সাদা ও কমলা রংয়ের পোশাক আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে।

আজকের দিনের শুভ সময় : জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময় : সকাল ১০:০৩-১:২৯, রাত ৮:৫২-১১:০৫ এর মধ্যে।

চন্দ্রাবস্থান : আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে। পূর্ণিমা তিথি সকাল ৮:৩৮ পর্যন্ত পরে প্রতিপদ তিথি চলবে।

আজকের দিনের নিষিদ্ধ খাদ্য : শনিবার সকাল ৮:৩৮ পর্যন্ত সকল প্রকার প্রাণীজ আমিষ পরে কুমড়া খাওয়া নিষেধ।

মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল) : পরিস্থিতি আপনার মানসিক শান্তিকে হরণ করতে পারে। বেসরকারি চাকরিজীবীদের আয়-রোজগারের ক্ষেত্রে আসবে চরম বাধা। কর্তৃপক্ষের চোখ রাঙানির ফলে জরুরি পরিস্থিতিতেই বের হতে হবে বাইরে। প্রশাসনিক কর্মকর্তাদের জন্য দিনটি হতে পারে ঝামেলাপূর্ণ।

বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে) : ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ের গবেষণা ও চর্চায় মানসিক প্রশান্তি লাভের আশা। উচ্চ শিক্ষার জীবনে চলতে থাকা অচলাবস্থার উত্তরণের সহসা কোনো সমাধান হবে না। শিক্ষক ও গুরুজনদের সৎ পরামর্শ আপনার জীবনের গতিপথকে বদলে দিতে চলেছে। জীবীকার প্রয়োজনে বিদেশ যেতে পারেন।

মিথুন রাশি (২১ মে - ২০ জুন) : মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি খুব একটা ভালো যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা হতে হবে হেনস্তার শিকার। হঠাৎ করে জরুরি প্রয়োজনে কিছু অর্থ ধার করতে হবে। কোনো আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেতে পারেন। জেল বা জরিমানার সম্মুখীন হতে পারেন।

কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই) : দাম্পত্য ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য পাবেন। আর্থিক উন্নতির সুযোগ আসবে। ব্যবসায়ীক বকেয়া বিল আদায় হতে পারে। অংশীদারি ব্যবসা-বাণিজ্যে লোকসানের আশঙ্কা। প্রশাসনের কাজে বাধা দেয়ার কারণে জরিমানার সম্মুখীন হতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই - ২১ আগস্ট) : সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি খুব একটা ভালো যাবে না। শারীরিক অবস্থার অবনতি হতে পারে। ব্যবসায়ীক স্থবিরতার প্রভাব পড়তে শুরু করবে। মানসিকভাবে খিটখিটে হয়ে উঠতে পারেন। কাজের লোক বা কর্মচারীদের অযথা চাপ প্রয়োগ করা ঠিক হবে না।

কন্যা রাশি (২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর) : আজ আপনাকে নিজের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। রাগ জেদ ও মান অভিমানের কোনো স্থান নেই জগতে। এ জগত শুধু আপনার মেধা ও পরিশ্রমেরই মূল্যায়ন করবে। গৃহে বসে অফিসের কাজ করতে পারেন। বহু দিনের প্রেম-ভালোবাসায় দেখা দেবে বিচ্ছেদের যন্ত্রণা।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) : গৃহ শান্তি বজায় রাখতে চেষ্টা করুন। আত্মীয়-স্বজনের সঙ্গে অকারণে জটিলতায় জড়াতে যাবেন না। গৃহস্থালি কাজে মন বসানো হবে কষ্টকর। গ্রামের বাড়িতে অবস্থানকারীদের কর্মস্থলে ফেরার চেষ্টা হবে বিপদ সংকুল। অযথা কোনো ঝুঁকি নেয়াটা ঠিক না।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর) : ভাই-বোনের সঙ্গে পারিবারিক অমীমাংসিত বিষয়ের আলোচনা করতে পারেন। অগ্রগতি হবে সামাজিক সম্পর্কের। গণমাধ্যম-কর্মীদের সাবধানে চলাফেরা করতে হবে। অনলাইনে বিক্রেতাদের অর্ডার সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। নিজেকে প্রযুক্তি নির্ভর করার চেষ্টা করুন।

ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) : অর্থকে অপ্রয়োজনে ব্যয় না করে দুঃসময়ের জন্য সঞ্চয় করতে শিখুন। নিকটাত্মীয়দের বাসায় নিমন্ত্রিত হতে পারেন। খাদ্য ও রেস্তোরা ব্যবসায় কিছু আয়-রোজগারের আশা। ব্যবসায়ীক বকেয়া টাকা আদায়ের চেষ্টা হবে সফল।

মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি) : আজ আপনাকে বড় বড় কাজের পরিকল্পনা করতে হবে। কারো উপর অধিক নির্ভরতা ব্যবসায়ীক ক্ষতির কারণ হতে পারে। নিজের অস্থিরতাকে জয় করতে পারলে আয়ের বিকল্প উৎস পেতে বেগ পেতে হবে না। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য খুব প্রয়োজন হবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি) : আজ দিনটি দূরের যাত্রায় সতর্কতার। পদে পদে প্রশাসনিক ব্যক্তিদের হয়রানির আশঙ্কা রয়েছে। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের দিনটি লাভ বৃদ্ধির। তবে আইনগত জরিমানার আশঙ্কা রয়েছে। প্রবাসী বন্ধুর সাহায্য লাভের আশা।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) : মীন রাশির জাতক-জাতিকার দিনটি হবে সাফল্যের। চাকরিজীবীদের বেতন আদায়ের দিন। আয়-রোজগারের ক্ষেত্রে কিছু অগ্রগতির আশা। বড় ভাই-বোন ও বন্ধুদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। অহেতুক ঝগড়া বিবাদে জড়িয়ে যাবেন। বৈদেশিক কোনো কাজে সফল হতে পারবেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top