শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

আজকের দিনটি কেমন যাবে আপনার?

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১১:২৫

ছবি: সংগৃহীত

মেষ

আজ আপনার এনার্জি লেভেল ১১০% থাকবে। অফিসের সব কাজ একাই শেষ করার চেষ্টা করবেন, তবে অতিরিক্ত দায়িত্ব না নিন। পুরোনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। ঘাড় ও পিঠে ব্যথা এড়িয়ে চলুন, চেয়ারে সোজা হয়ে বসুন।

বৃষ 

অর্থ এবং ব্যবসায় আজ শুভ সম্ভাবনা। পার্টনার বা পরিবারের সঙ্গে তর্ক এড়িয়ে চলুন। হজমের সমস্যা এড়াতে বাড়ির রান্না খাওয়া ভালো।

মিথুন 

আজ আপনার বুদ্ধি ধারালো। নতুন আইডিয়া দিয়ে অফিস মাতাতে পারবেন। প্রেমে মন দিন, প্রিয়জনকে অন্তত একটা মেসেজ পাঠাতে ভুলবেন না। চোখের ওপর চাপ কমাতে স্ক্রিন টাইম সীমিত রাখুন।

কর্কট 

ব্যবসায় সুযোগের সদ্ব্যবহার করুন। টিমের লোকদের সঙ্গে খাওয়াদাওয়া করতে ভুলবেন না। প্রেমের বিষয়ে কথা মেপে বলুন। শিল্পী বা সংগীত জগতের জন্য দিনটি মঙ্গলময়।

সিংহ 

গুজব বা আলোচনা নিয়ে চিন্তা করবেন না। অফিসে পলিটিক্যাল স্মাইল রাখুন। বাচ্চাদের পড়াশোনায় মন দিন। লিভারের যত্ন নিন, ভাজাভুজি কম খাওয়া ভালো।

কন্যা

শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। চাকরিতে বড় পরিবর্তনের চিন্তা আপাতত স্থগিত রাখুন। শপিং বা অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকুন। যোগব্যায়াম শুরু করতে পারেন।

তুলা 

মেজাজ ফুরফুরে থাকবে। চাকরিজীবীরা প্রমোশনের সম্ভাবনা পাবেন। প্রেমের সম্পর্কে বসন্তের হাওয়া বইবে। হালকা সর্দি-কাশি এড়িয়ে চলুন।

বৃশ্চিক 

ঝুলে থাকা কাজগুলো দ্রুত শেষ হবে। কর্মক্ষেত্রে দাপট বাড়বে। স্ত্রীর কাছ থেকে সারপ্রাইজ পাওয়া যেতে পারে। হাঁটাচলার সময় সতর্ক থাকুন, মামলার সম্ভাবনা আছে।

ধনু 

অফিসে আপনি কেন্দ্রবিন্দু। গসিপ বা সিক্রেট রিলেশন এড়িয়ে চলুন। বন্ধুদের সঙ্গে আড্ডায় খরচ সীমিত রাখুন। পর্যাপ্ত পানি পান করুন।

মকর

চাকরি নিয়ে মানসিক চাপ থাকতে পারে। কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে শেষ করুন। প্রেমে বিভ্রান্তি এড়িয়ে চলুন। রাতে ঘুমের জন্য কফি এড়িয়ে চলুন।

কুম্ভ

সৃজনশীলতা তুঙ্গে। নতুন প্রজেক্ট শুরু করতে ভালো দিন। ঘরের কাজ শেষে বাইরে সময় কাটাতে মন চাইবে। ঋণের কিস্তি পরিশোধের পরিকল্পনা আজই করুন।

মীন 

রাশিফলে লটারি বা ফাটকা লাভের সম্ভাবনা আছে, তবে বাজি না ধরাই ভালো। ব্যবসায় লাভের সম্ভাবনা। দাম্পত্য কলহ মিটানোর জন্য বিকেলটা আদর্শ। প্রিয়জনকে খুশি রাখুন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top