শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

৮ জুন মঙ্গলবার, কেমন যাবে আপনার দিনটি!

নিউজফ্ল্যাজ৭১ | প্রকাশিত: ৮ জুন ২০২১, ১৭:৩৭

৬ জুন ২০২১ খ্রিস্টাব্দ, রোববার, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ

মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল) : মেষ রাশির জাতক-জাতিকার আজ অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে আপনার সঙ্গে। হঠাৎ করেই সৌভাগ্য যেমন কড়া নাড়বে আপনার দুয়ারে ঠিক তেমনি দুর্ভাগ্যও আপনাকে আহ্বান করবে। আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে কোন পথে আপনি চলবেন। নিজের রাশিপতি দুর্বল থাকাতে বিবাদ বা ভূমি সংক্রান্ত জটিলতা থেকে সাবধান হতে হবে। জীবন সাথীর সঙ্গে অকারণে কলহের সৃষ্টি না করাই হবে শ্রেয়।

বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে) : বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র সম্ভাবনাময়। প্রতিটি কাজ সুন্দরভাবে করতে গেলে প্রয়োজন অসীম ধৈর্য। ধৈর্য ও একাগ্রতার অভাবে সুযোগ আজ আপনাকে পাশ কাটিয়ে চলে যেতে পারে। সাংসারিক ব্যয়ভার অপ্রত্যাশিতভাবে বাড়বে। গৃহের যন্ত্রপাতি বা হাতে থাকা স্মার্ট ফোনটির গোলযোগে অর্থ ব্যয় করতে হবে।

মিথুন রাশি (২১ মে - ২০ জুন) : মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি আয়-রোজগার বৃদ্ধির। তবে ঝুঁকিপূর্ণ ক্ষেত্র থেকে হওয়া আয় কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। কর্মস্থলে হঠাৎ করেই আয় বৃদ্ধির সুযোগ আশা করতে পারেন। অনেকগুলো কাজের সুযোগ একত্রে আসাতে সিদ্ধান্তহীনতায় ভোগান্তির আশঙ্কা। আপনার কোনো শুভাকাঙ্ক্ষী বা বড় ভাই-বোনের পরামর্শ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই) : কর্কট রাশির জাতক-জাতিকার কর্মজীবনের কঠিন একটি সময়। মানসিকভাবে অন্যমনস্কতার কারণে কাজে বড় কোনো ভুল করতে পারেন। পদস্থ কর্মকর্তার সঙ্গে অপ্রত্যাশিত জটিলতায় না জড়ানোই হবে শ্রেয়। চাকরি ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আসতে চলছে। পিতার সঙ্গে সম্পর্কেও টানাপোড়ন আপনার নিজ উদ্যোগেই কাটিয়ে নিতে হবে।

সিংহ রাশি (২১ জুলাই - ২১ আগস্ট) : সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি ভাগ্যের হাতে নিজেকে সোপে দেয়ার। পূর্ব পরিকল্পিত বহু কাজই আপনার মনের মতো হবে না। উচ্চশিক্ষা বা প্রবাসে ভাগ্য উন্নতির জন্য যাত্রার ক্ষেত্রে হাল ছেড়ে না দিয়ে একটু ধৈর্য ধরাই উত্তম। হঠাৎ করেই জীবনে পেয়ে যাবেন উপরে ওঠার সিঁড়ি।

কন্যা রাশি (২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর) : কন্যা রাশির জাতক-জাতিকার আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভের আশা। প্রতিটি সিদ্ধান্তকে বারবার যাচাই করে তারপর প্রয়োগ করতে হবে। ব্যাংক ও ব্যক্তি ঋণের বোঝা কমিয়ে রাখার চেষ্টা করুন। কারো সঙ্গে একত্রে কাজ করার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) : তুলা রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। সাংসারিক জীবনে ঘটতে পারে অপ্রত্যাশিত কোনো ঘটনা। অবিবাহিতদের পরিস্থিতির কাছে নতি স্বীকার করে ঝোঁকের বশেই বিয়ে করতে হবে। অংশীদারি ব্যবসা-বাণিজ্যে পেয়ে যাবেন নতুন কোনো সুযোগ। ব্যবসাকে প্রসারিত করার উদ্যোগে আসবে সাফল্য।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর) : বৃশ্চিক রাশির জাতক-জাতিকার কর্ম জীবনে অনেক অনভিপ্রেত ঘটনা ঘটতে চলছে। হঠাৎ করেই সহকর্মীর পাতা ফাঁদে পড়ে কর্মহীন হয়ে পড়তে পারেন। ব্যবসায় রহস্যজনক কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আজ নিজের রাগ, জেদ ও রিপুকে নিয়ন্ত্রণ করতে হবে। অনৈতিক কাজ-কর্ম থেকে সাবধান থাকুন।

ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) : ধনু রাশির জাতক-জাতিকার খেলাধুলা ও শৈল্পিক কাজে সতর্ক থাকতে হবে। ছোট-খাটো দুর্ঘটনার কবলে পড়তে পারেন। প্রেমে ঘটবে অপ্রত্যাশিত কোনো মন্দ ঘটনা। নিজের সন্তানের দ্বারা এমন কোনো ঘটনা ঘটবে যা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। সৃজনশীল কাজের ক্ষেত্রে আপনাকে গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করাই উত্তম।

মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি ) : মকর রাশির জাতক-জাতিকার জীবনের কোনো অপূর্ণ স্বপ্ন হঠাৎ করেই পূর্ণ হতে চলছে। আত্মীয়-স্বজনের জন্য নেয়া উদ্যোগ আপনাকে করতে পারে প্রশ্নবিদ্ধ। সংসার জীবনে পরিবার পরিজনের ভুল বুঝাবুঝির কারণে মানসিক কষ্ট বাড়বে। মায়ের শারীরিক চিকিৎসায় অর্থ ব্যয়ের যোগ প্রবল।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি) : কুম্ভ রাশির জাতক-জাতিকার প্রযুক্তির প্রতি আগ্রহ আপনাকে এর জ্ঞান আহরণে উদ্বুদ্ধ করবে। আগামী যুগের সঙ্গে তাল মেলাতে মান্ধাতার আমলের ধ্যান-ধারণা বাদ দিতে হবে। বৈদেশিক যোগাযোগ ও আয়ের ক্ষেত্রে প্রযুক্তি হতে পারে আপনার নব হাতিয়ার। অনলাইন ব্যবসা-বাণিজ্যে সফল হওয়ার দিন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) : মীন রাশির জাতক-জাতিকার দিনটি আয়-রোজগারের ক্ষেত্রে অগ্রগতির। অনেক দিন ধরে আটকে থাকা কোনো বিল অপ্রত্যাশিতভাবে আদায় করতে পারবেন। ছোট ভাই-বোনের সঙ্গে সু-সম্পর্ক ধরে রাখতে হবে। সাংসারিক জীবনে কিছু সিদ্ধান্ত নিতে হবে যা হয়তো জীবন সঙ্গীরও ভালো লাগবে না। আজ লটারি বা অপ্রত্যাশিত ধন প্রাপ্তির সম্ভাবনা প্রবল।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top