বার কাউন্সিলের আইনজীবী হলেন ৫ হাজার ৯৭২ জন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০১:৪১
বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির (এনরোলমেন্ট) পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৯৭২ জন। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বার কাউন্সিলের সচিব রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
উত্তীর্ণরা সংশ্লিষ্ট আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারবেন। এর আগে বার কাউন্সিলে তালিকাভুক্তির জন্য লিখিত পরীক্ষায় ১৩ হাজারের মতো শিক্ষানবিশ আইনজীবী অংশ নেন। উত্তীর্ণরা মৌখিক, লিখিত এবং এমসিকিউ - এই তিন ধাপে পরীক্ষা দিয়েছেন।
এছাড়া, এমসিকিউ পরীক্ষায় ৭০ হাজার শিক্ষানবিশ আইনজীবী অংশ নিয়ে উত্তীর্ণ হন আট হাজার ৭৬৪ জন।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।