পাপুল দম্পতিসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০, ১৬:২৩

নিজস্ব প্রতিবেদক:
অর্থ পাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ (এমপি) কাজী সহিদ ইসলাম পাপুল এবং তার স্ত্রী এমপি সেলিনা ইসলাম সহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১১ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় এমপি পাপুল, তার স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের এমপি কাজী সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শালিকা জেসমিন প্রধানের নাম উল্লেখ করা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, জেসমিন প্রধানের নামে ২ কোটি ৩১ লাখ টাকার ১ টি এফডিআরের সন্ধান পাওয়া গেছে। তাছাড়া এমপি পাপুল, তার স্ত্রী সেলিনা ও মেয়ে ওয়াফা অবৈধ উপায়ে অর্জিত অর্থ এনআরবি কমার্শিয়াল ব্যাংকে এফডিআর হিসেবে জমা করেন।
এনএফ৭১/জেএস/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।